Search
- শমীকজয় সেনগুপ্ত
অণু কবিতা - নিয়মভঙ্গ
ভাত বেড়েছি শোক, এসো চেয়ার টেনে বসো
ঘুম মাখা ওই চোখ, ওর অশৌচ অশ্রুজল
রোদ পড়েছে বুকে তাই একটু ছায়া চেয়ে
হাসি টানলে মুখে, বুকে বিষাদ সম্বল
ঘুমপাড়ানীর নাও, তুমি একলা বাতাস করো
স্নান সেরে আজ ফের, নিত্যকাজে ফেরার পালা।