Search
- স্বর্ণালী তালুকদার
অণু কবিতা - প্রতিজ্ঞা
স্পষ্ট দেখছি মৃত্যু আসন্ন,
তবু আছি নির্বিকার ঠায়।
সময় ছিল না আমার জন্য,
তাই নিশ্চিন্তে দিয়েছি সায়।।
শেষ দেখা দেখবে না আমায়,
প্রতিজ্ঞানুযায়ী নেই কথা কোনো।
থাকবে ভালো অন্য কোনো জামায়,
মনে রেখো না আমায় কখনো।।