Search
- পিউ রায়
অনুবাদ সাহিত্য - দিনগুলি কেটে যায়
(গুলজার সাহেবের গজল অবলম্বনে)
দিন গুলি কেটে যায় এমন করেই
উপকারী র প্রতিদান দিই যেমন করে।
মনের দুঃখ গুলি রাখি যত্নে
সামলে রাখি যেমন গ্রহ-রত্নে ।
আয়না যেন প্রশস্তি জাগায় মনে
এ ঘর ও তো আমায় চেনে।
ফলনে পরিপূর্ণ আমার সেই গাছে
নতুন করে পাথর ছোড়ে যেন কেউ বুকের মাঝে ।
ধীর পায়ে নিঃস্তব্ধতা করে চলাচল
কেউ যেন আমায় ডাক দিতে করে কলকল।
শ্রী জগজিত সিং এর কন্ঠে গুলজার সাহাব এর লেখা গজল "দিন কুছ অ্যায়সে গুজরতা হ্যা কোই" আমাদের বিশেষ পরিচিত। দুই স্রষ্টার কারো সাথেই নতুন করে পরিচয় করিয়ে দিতে লাগে না। তবে এ গজল কিন্তু গান হওয়ার আগে ছাপার অক্ষরে স্থান পেয়েছিল গুলজার সাহাবে "চাঁজ পুখরাজ কা" কাব্য সংকলনে।
