Search
- উদয়ন চক্রবর্তী
কবিতা - বাঁচতে রাজি আছি
ক্রমশ এখন হেলে যাচ্ছে ছায়া
খসে পড়ছে পাতা তুষার ঝড়ে
সাথে সুখের বিষাদ নদী পার হওয়া
শূন্যতায় নিরন্তর অভাব নড়েচড়ে।
পাহাড়ের মাথায় অপলকা এক নুড়ি
মাথা উঁচিয়ে ধূসর অহংকারে
হেলান ছাওয়ায় চিল ওড়ায় ঘুড়ি
দূরে কোথাও সুখ উঁকি মারে।
কারো অপেক্ষায় থাকতে চাই না আর
আরাম কেদারায় একাকীত্ব আছে শুয়ে
আকাশ ধরার খিদে ব্যর্থ আকছার
সময়ে ছায়া সাথে সূর্যও গেছে নুয়ে।
বেলাশেষে শুরুর স্বপ্ন দেখা ছেড়ে
মনে ভাবি এইতো বেশ আছি
যার যেমনই হোক পেরিয়ে যাব বেড়া
খুশির খোঁজে বাঁচতে রাজি আছি।