Search
- রতন বসাক
মেঘকে বলি
গগন জুড়েই মেঘের ভেলা
বাতাস লেগে ভাসে,
আঁধার নামে আবার দেখি
কখনো রোদ হাসে।
এমন খেলা চলতে থাকে
বর্ষাকালটা এলে,
কদম ফুলের মিষ্টি মধুর
গন্ধ নাকে মেলে।
মেঘলা দিনে কেমন যেন
বুকের মধ্যে করে,
একলা বসে ঘরে আমার
ভীষণ মনে পড়ে।
টাপুর টুপুর বৃষ্টির শব্দেই
মন হারিয়ে চলে,
একা-একাই মনটা তখন
কতো কথা বলে।
চোখটা বুজে দেখে আমি
মেঘকে বলি হেসে,
আমার মনের কথা তাঁরে
ব'লে দে না ভেসে।