Search
- দেবকুমার মুখোপাধ্যায়
স্নান
নগ্ন হয়ে নেমে যায় জলের ভিতর
লাজলজ্জা ঢেকে দেবে জল,
সৈকতে মানুষ নেই, তীব্র দাবদাহ
সম্মুখে সমুদ্র - ঢেউ -
আলোড়নে উত্তাল, উদ্দাম
পশ্চাতে অরণ্য ঝাউ,
দূরে দূরে ঘর গৃহস্থালি
প্রকৃতির বুকে কোন আচ্ছাদন নেই।
প্রকৃতির অংশভাগ সেও তাই
সমস্ত আবরণ ফেলে দ্বিধাহীন
একা নামল জলে,
বাতাস আলিঙ্গন দিল
রৌদ্রের লাবণ্য মাখল শরীর
জল করল চুম্বন সারা দেহে ;
স্থল, বায়ু আর আকাশ
মেতে উঠল বন্দনায় --
স্নানে মগ্ন মানুষটি তখন কেবলই
ডুব দিচ্ছে জলে।