- অরুনাভ দত্ত
দুইটি কবিতা

ঘুমহীন রাত
এরপর আগুন পেরিয়ে এলাম,
বিশাল বিছানায় অতিথি আমার -
মাঝ্ রাতে র হঠাৎ বুক ব্যথা,
বুকে প্রলয় এলেও বন্ধুদের আসে যায় কি তাতে ?
সভ্য মানুষদের থেকে পালিয়ে যেতে যেতে দেখি -
রাত এর ভালবাসা রা সুখে আছে খুব, অন্য মরশুমে ।
রবারের মত বাঁকতে থাকে ঠোঁট আমার,
মুখটা কে সুন্দর করে গুণতে থাকি ক্ষতির সংখ্যা,
মহাসমুদ্রে র মাঝখানে এসে বই এর পাতায় –
খুঁজে পাওয়া লম্বা একটা চুলে র মায়া,
পশ্চাতের মুখটা চেনা ছিল বটে ।
কেন সেই চাঁদের রাত ফিরে ফিরে আসে
মধ্যরাতের বিছানায় !!
ভীতি অন্ধত্বের অথবা একটি রোজনামচা
কোটি আলোর বালুকণা,
মনে র ভাঙন জমি তে একা বসে আমি –
দোষারোপগুলো বন্যায় ভেসে গেলে
জেগে থাকে পরিণামের পাথুরে দেয়াল ।
ভয়গুলোর ইন্টারভ্যু নিতে হবে,ভাবিনি কোনদিন-
পুরু চশমা র কাঁচে সেঁধিয়ে থাকা ভয় ,
অথবা বুকের ভেতরে আর কানের পর্দায় নাইট শো ভাঙার ভিড়,
চারিদিকে ভাঙা খেলনা ছড়িয়ে বসে –
সান্ত্বনা র ছাতাহীন বৃষ্টিতে গুণে চলা,
সবুজ আলো র ছোবল, চোখের পাতা খোলা র বিলাসিতা,
বোতলের জল শেষ,শেষ কুকুরের বিস্কুট,গাজরের স্টক,
এবার কাদাজলে পোকা আর হাঙরের সাথে লড়াই,
জি-স্ট্রিং পোয়াতির লাবণ্য শুষে নেয়া র সময় আর নেই,
ঘুমচোখে সকালে অফিস – রেচণের রোমহষর্ক সাধারনত্ব,
রাতভোর আঁকড়ে থাকা স্বপ্ন – মুত্রাধারে ভেসে চলে যায় ।।