Search
- দীপাঞ্জন মাইতি
কবিতা – আয়ত আকাশ
আমি দেখব বলে আকাশ - ঢুকে এসেছিল ঘরে,
ধরা দিয়েছিল চৌকোণা চৌহদ্দি জানালার পরিসরে।
সে অনেকদিনের কথা।
আজকাল চারখানা সরল'রেখায়',
সবক্ষেত্র নিয়মিত আয়ত দেখায়।
কিন্তু, পৃথিবী তো গোল! তবে ছাদখানা?
কত শত প্রশ্নের তীরে একখানা দো'টানা,
তাহলে কি তার বিস্তার বরাবর মিথ্যের অনুধাবন!
না কি পরিবর্তিত বাস্তব তার ইদানীং ক্ষুদ্রযাপন?
বড় অচেনা লাগে যে আকাশ ধরা দিয়েছিল
সে জানালার পরিসরে - আমি দেখব বলে...
