Search
- দীনেশ
কবিতা – আঁশটে কুকুর ও আমি
ট্রেন হিমঘর আর তোমার কাঁচা জলরঙ--
বেডরুমে অবশিষ্ট আঁশটে গন্ধ
জ্যান্ত সকাল বড়শীতে গেঁথে
ছট ফট ছট ফট
কুলুঙ্গি থেকে ঝুলিয়ে দিয়েছ সিঁড়ি ।
কবে যেন উপুড় হয়ে
কবে যেন চিত
কবে যেন ‘দোলে দোদুল দোলে’
কবে যেন , কবে যেন—
তোমার উঠোন
হাতুড়ির গরম ঘা মেরে মেরে
বাঁকিয়ে দিয়েছি ।
কুয়োর জলে পাল টাঙাই
হ্যাঙ্গারে শুকোতে দিই নিষেধের বালিয়াড়ি ।
আজ একটা খাল কাটি
কাল একটা কুমির কাটি
বক খালি বেড়াতে যাই
ছিপ ফেলে ডাঙায় তুলি------ পুরনো কাসুন্দি আর,
তাদের কাঁথা কানি পালটে
ডিপ ফ্রিজে তুলে রাখি ------- যত্নে আদরে ।
অন্ধকার বিছানায়
এক কোমর কবর খুঁড়ে
শুয়ে থাকি আর
মমি –র অন্তিম যাত্রায়
আমি আঁশটে কুকুর হয়ে যাই ।
