Search
- দেবু সেন
কবিতা – রঙের ময়ূর
ফুটফুটে সাদা আর কুচকুচে কালো
নীলকণ্ঠ নীল আর লাল টুকটুকে আলো।
রঙে রঙে কতো রং
সবুজে মেশানো লাল, হলুদে সবুজ,
আরো কত রং আছে
প্রিয় রং কমলালেবুর।
বনে বনে বুনো রং ঝোপ ঝাড়
লতায় পাতায়
ফুলে ফুলে মধু খায়, ছোট পাখি মৌমাছি
প্রজাপতি উড়ে যায়।
ঘন বনে খুব কম, সাদা রং রোদ্দুর
খোলা মাঠে মাটি কাটে
ঘাসে ভেজা মজদুর ।
ওঠা নামা কোদালে
চমকায় রোদ্দুর।
তাঁতি বৌ তাঁত বোনে জ্যৈষ্ঠের গরমে
সাতরঙ্গী সুতো দিয়ে শতরঞ্চ বুনছে।
আষাঢ়ের কালো মেঘ তছনছ করে
চমকায় বিদ্যুৎ
মেঘের আড়ালে বসে, গুড়ু গুড়ু শব্দে
গর্জায় মেঘদূত।
নির্ভয়ে কে যে নাচে
ঝিরিঝিরি বৃষ্টিতে
রামধনু পাখা খুলে
সে কোন নায়ক?
রুমঝুম রুমঝুম
ঝুমক ঝুমক ঝুম
অবিরাম নেচে চলে
রঙের ময়ূর।
