- শুভাশিস ভট্টাচার্য
গর্ভবতী কিছু মেঘ

গর্ভবতী কিছু মেঘ নেমে এসে হাতের নাগালে অসংখ্য ঝরনা হয়ে - মাথার ভিতরে মাথার ভিতরে - রক্ত ঝরে
রক্ত ঝরে - শিকড়ে শিকড়ে
শিকড়ে শিকড়ে - ছিন্নমূল অস্তিত্ব
বালিশে লেগে থাকা মেঘের গন্ধ বিছানা থেকে নেমে - দরজার চৌকাঠে দরজার চৌকাঠে - পড়ে থাকে রক্তের দাগ
পড়ে থাকে রক্তের দাগ - পরবর্তী বর্ষণের অপেক্ষায় অহল্যা সময়
কার্নিশে ঝোলা কিছু আটপৌরে মেঘ হাওয়ায় উড়ে - নর্দমায় নর্দমায় - ঘেয়ো কুকুরটার পুঁজ রক্ত
ঘেয়ো কুকুরটার পুঁজ রক্ত -চেটে নিয়ে - লেজ নাড়ে কমলিকা ও অরুণেশ্বর
কিছু মেঘ
রক্ত ঝরায় চোখের পাতায় কিছু মেঘ মনের দুয়ারে কিছু মেঘ রক্ত ঝরায় ক্লান্ত ডানায়
ক্লান্ত ডানায় রক্ত ঝরে রক্ত ঝরে নাড়িচ্ছেদে রক্ত ঝরে অন্তরঙ্গে রক্ত ঝরে সতীচ্ছেদে রক্ত ঝরে স্বপ্নভঙ্গে
রক্ত ঝরে তারায় তারায় - হাজার বছর
হাজার বছর -অনন্ত রক্তবীজ -জন্ম মুহূর্ত
রক্তাক্ত নিয়ানদের্থল যোনিপথে উন্মত্ত রক্তবীজের দল -পড়ে থাকে
পড়ে থাকে -রক্তের দাগ গতির বিপরীতে
ছিন্নমস্তা জীবন