Search
- দেবী
কবিতা - অনুভূতি
আজ বড় একা লাগছে আমার বড় শূন্য, বড় রিক্ত মনে হচ্ছে.... চারিদিকে এত মানুষ, এত কোলাহল কিন্তু তার মাঝে আমার কোনো শব্দ নেই... কোনো অস্তিত্ব নেই, নেই কোনো কথা।
আজ বড় হ্যাংলামিতে পেয়েছে আমায় যদি কেউ থাকত হাতটা ধরে বলতো - আমি তো আছি তোমার জন্য এত ভাবনা কেন? ভয় কেন?
কিন্তু এমন কেউ নেই কিছু নেই চারিপাশে.... সবাই শুধু সুযোগের অপেক্ষায় চিতা বাঘের মত ঝাঁপিয়ে পড়তে চায়। আমি বড় একা, বড় নিঃস্ব
আজ বড় একা লাগছে আমার কেউ যদি হাতটা ধরত...
