Search
- দীনেশ
কবিতা - সংরক্ষণ ভালোবাসায়
যে পথ
কথা বলতে শেখে নি এখনও
আস্তিনে লুকিয়ে নিচ্ছি তাকে
তুরুপে তেমন মন খারাপি মেঘ নেই
যে আদুরে আঁশটে গন্ধ মুছে দেবে।
অথচ আমার প্রত্যেকটা আষাঢ় মাসেই প্রথম দিবস
চৌহদ্দিতে মেশানো কাঁকর
সংরক্ষণ ভালোবাসায় আর রডোডেনড্রন
হঠাৎ সঙ্গমে ।
মিথ্যেরা সব সাবালক হয়
বিষদাঁতে সেজে ওঠে হাসির বাজার
যে কোন মানবী এসে শেখাবে বাতাস
সন্দেহের বশে পেতে দেবে ভালোবাসা
সাগরের পাশে বসে নিজেকে জুড়োবে
বাঁশির আগুনে পুড়ে
নাভিগুলো ভেসে যাবে বিছানা বালিশে
পঞ্চনামা অধিকারে শরীর ভেসে ওঠে
চিতাকাঠ ডুবে থাকে মন পেতে পেতে
নমনীয় ধর্মেরা অখণ্ড অবসর যাপনে উধাও
ইতিহাস হেসে ওঠে খিলান উৎসবে
দিন গুলো উড়ে যায় নিজের খেয়ালে
অথচ আমার প্রত্যেকটা আষাঢ় মাসেই প্রথম দিবস ।
