Search
- দীপান্বিতা নাগ
কবিতা - পথ
তোমার চোখের মধ্যে দীর্ঘ একটি পথ থেমে আছে
এতোদিন দেখতে পাইনি
আজ সেই দৃষ্টি পেরিয়ে চোখে পড়ল সেই পথ
মাঝে মধ্যে কষ্ট পাওয়া বাঁক
পথের দুপাশে মাঠ, শস্যক্ষেত, থেমে আছে তাও
চোখের ভিতরে শুধু জনহীন পথ পড়ে আছে
কবে থেকে সেও যেন তোমার মনে নেই
অন্যদিকে কোনও এক যোজন বিস্তৃত জলাভূমি
সেখানে এমনকি পথও অতি দুরাশার মতো লাগে
কাঁটা ঝোপ, চোরাবালি, কোথাও একটুকুও বালি নেই
এসব পেরিয়ে হাঁটছে যে একজন
তুমি তাকে চেনো?
সে যদি কখন ও পথ নাই খুঁজে পায়
তাকে তুমি বলবে না
তোমার চোখে একটি পথ অপেক্ষায় আছে।
