- উজ্জ্বল ঘোষ
অনুবাদ কবিতা - গ্রিক কবিতা ‘TO AORATO PLITHOS’ এর বাংলা রূপান্তর
কবি পরিচিতি: কবি মানোলিস প্রাতিকাকিস (Manolis Pratikakis) এর জন্ম ১৯৪৩ সালে গ্রিসের ক্রিতি (Crete) দ্বীপে। ১৯৬৭ সালে আথিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মনোবিজ্ঞানে (Psychology) মাস্টার ডিগ্রি লাভ করেন। এরপর তিনি মনোরোগ চিকিৎসায় ব্রতী হন। এই সময় নানা ধরনের সমস্যা জর্জরিত মানুষকে তিনি খুব কাছ থেকে দেখেন এবং বিচলিত বোধ করেন। সেসব অভিজ্ঞতার কথা তিনি একটু একটু করে কবিতার আকারে লিখে বিভিন্ন পত্র-পত্রিকায় পাঠাতে লাগলেন। ১৯৭০ সালেই তিনি কবিখ্যাতি লাভ করেন। এ পর্যন্ত তাঁর তেরোটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তাঁর কবিতা অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে বিশ্বের বিভিন্ন ভাষায়।
অদৃশ্য ভিড় (TO AORATO PLITHOS)
"শিশুরা চলে গেছে—
যাইহোক,
যারা আমাকে শুনতে পাচ্ছে
তারা শিশুদেরকেও শুনতে পাবে।
তারা যেখান থেকে আসে সেখানেই ফিরে যায়।
দিগন্তরেখায় গর্ত খুঁড়ে তারা এগিয়ে যায়—
জানি না কীভাবে তারা পৌঁছাবে গন্তব্যে।
আকাশের সবকটি রং তাদের ডানায়।
আমার বুকের মধ্যে ঢেউ তুলছে অবিরত
তাদের অব্যক্ত কথামালা।
তাদের শ্বাস-প্রশ্বাসই আমার
আগামী দিনের বীজ-বপনের আনন্দ।
তাদের পদক্ষেপে আমার পদক্ষেপ বিচলিত।
মায়ের আদরের মতো সবুজ
ঘাসে ঢাকা পথে তাদের বিচরণ।
তারা নিঃশব্দে আসে-যায়,
কিন্তু তাদের ডানায়
সমুদ্রের নোনা বাতাসের গন্ধ---।"
