Search
- দীনেশ
কবিতা - ভান
বনবাসে ঝরে যায়
কবিতার দাগ
এখন আমি তোমাদের কবিতার দাঁড়ে লেজ ঝোলাবো
ব্যস্ত থাকবো বা ভান করবো
তোমার চোখ আর
আয়নার সামনে দাঁড়ালে আমার মুখ আর আমি
দুটোই বমি করবো
নি:শব্দে
তরবারি আর আগুন নিজের মত খেলে বেড়াক
রাজপথে
বুকের মৃত বাতাসে।
ভোর বা অন্ধকার কিংবা সম্পর্কের বৃহত্তর খুদকুঁড়ো
নিজের কবরে নিজেকে হারানোর বিজ্ঞাপন
এসো মন্ত্র গুলো শেষবারের মত উড়িয়ে দিই
গঙ্গাজল তোমার কাছে এসে শান্তি চাওয়ার
আগে চিতাকাঠে আগুন হয়ে যাই।
