Search
- সুজাতা দে
কবিতা - সিঁড়ি
মাধুকরী মন ব্যার্থতাকে
খুঁটে ফেলে দিতে চায়।
কুড়ানো জীবনবোধের
আবার; কাঁড়া আর আকাঁড়া!
তবু্ও সকলেই ব্যার্থতাকে লুকোতে চায়
আমিও কোনো ভগবান নই।
ব্যার্থতা যার কাছে যেমন
চোখে বালি পড়লেই
কেউ ভাবে জীবন অর্থহীন-
অন্ধত্ত্ব নিয়ে জন্মেও
পৃথিবী জয়ের ইতিহাস লিখে ফেলে তারা।
যার চিন্তার ধারা যেমন।
বাউল জীবন; তোকে আর
কতো শেখাবো বল-
ভক্তিরসের আজন্ম ঋণ,
মাধুকরী দানেও ছুঁইয়ে রাখে কেউ।
ব্যার্থতারে তুই ঋণী করিস বুঝি
বনপলাশীর রাঙামাটির ঘ্রাণে
আবার ফলাবো ফসল।
কামরাঙা ফল মিঠে না হোক তবু
নিজস্বতা গুণে সবই দামী হয়।
জীবনবোধই শেখায় ঘুরেফিরে
সব বাধা নয় বাধার প্রতিচ্ছবি
লুকিয়ে রাখে জেদের ছলাকলা
তাই ব্যার্থতাই জয়ফলকের সোপান।
